সবাইকে শুভেচ্ছা এবং প্রিয় পুস্তক ডট কম-এর ফেসবুক গ্রুপ ‘বই নিয়ে সব ‘-এ স্বাগতম।

বই নিয়ে, শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। আজ বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা; নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে নিজেদের মুখ বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে। বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশা করি, আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরো দৃঢ় হবে। বাংলা বই বিশ্বের বিভিন্ন স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক।

ক. বই নিয়ে সব স্পষ্টভাবেই বাংলা ভাষা, মুক্তিযুদ্ধ, ভারতবর্ষের স্বাধীনতাসংগ্রামী, বাঙ্গালি ঐতিহ্য ও সংস্কৃতির বিষয়গুলোর পক্ষে এবং আপোষহীন। এ বিষয়গুলো প্রচণ্ডভাবে স্পর্শকাতর। এইসব বিষয়ে আক্রমণাত্মক কিছুই লেখা বা আলোচনা করা যাবে না। এখানে এমন কাজে কেউ উদ্যোগী হলে কোনো সতর্কবাণী ছাড়াই গ্রুপে নিষিদ্ধ করা হবে। যদি করেন তার দ্বায়িত্ব আপনাকেই নিতে হবে ।

খ. আমরা বিশ্বাস করি ‘যার যার ধর্ম তার তার’। প্রিয় পুস্তক বা বই নিয়ে সব কোনোভাবেই ধর্মীয় প্রচারণার বা আলোচনার স্থান নয়। এ বিষয়েও কেউ উদ্যোগী হলে কোনো সতর্কবাণী ছাড়াই গ্রুপে নিষিদ্ধ করা হবে। সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় গোঁড়ামিকে আমরা কোনভাবেই প্রশ্রয় দিতে চাইনা। সাহিত্য আলোচনার স্বার্থে ধর্মকে প্রশ্নবিদ্ধ বা সমালোচনা করা যেতে পারে, বিষয়টি সব ভাষার সাহিত্যেই স্বাভাবিক।

গ. “ প্রিয় পুস্তক বা বই নিয়ে সব ”-এ প্রধানত বাংলা ভাষার বই ও বই সম্পর্কিত লেখাই প্রকাশিত হবে। তবে অন্য ভাষার বই বা অনুবাদ আমরা প্রকাশ করার ক্ষেত্রেও বিবেচনা করবো। মুক্তিযুদ্ধ, বাঙ্গালি ঐতিহ্য ও সংস্কৃতির মতো বিষয়গুলোয় ভিন্ন ভাষার বই/আলোচনা/সমালোচনা পোস্ট করা যাবে, তবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই পরিচালকগণের সিদ্ধান্তই চূড়ান্ত।

ঘ. ব্যক্তিগত আক্রমণ বা কাউকে অসম্মান করে কিছু বলা বা উস্কানিমূলক কিছু পোস্টযোগ্য নয়। অভিযোগ করার জন্য পোস্টের রিপোর্ট অপশনটি ব্যবহার করতে হবে। কেউ অভিযোগ করলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ঙ. আমরা সমালোচনার সুস্থ দিকটিকে সবসময়ই উৎসাহিত করি। বই নিয়ে সব বা প্রিয় পুস্তক লাইক/কমেন্ট/শেয়ারের চেয়ে গঠনমূলক সমালোচনাকেই প্রাধান্য দেয়। নির্দিষ্ট বইয়ের পোস্টে ভিন্ন বইয়ের অনুরোধকারীদের মন্তব্য মুছে ফেলা হবে এবং একই কাজ একাধিকবার করলে কোনো সতর্কবাণী ছাড়াই গ্রুপে নিষিদ্ধ করা হবে। সেক্ষেত্রে পরিচালকগণের সিদ্ধান্তই চূড়ান্ত।

চ. এই প্লাটফর্ম কোন পণ্য বা ব্যক্তির বিজ্ঞাপন প্রচারের স্থান নয়, কোন বাংলা বইয়ের উপযুক্ততা বিবেচনায় কোন পোস্ট অনুমোদন পেতে পারে। এক্ষেত্রে পরিচালকগণের সিদ্ধান্তই চূড়ান্ত।

ছ. অন্য কোনো সাইট/ব্লগের প্রকাশিত বই/লেখার লিঙ্ক সরাসরি অনুমোদিত নয়, তবে আলোচনার স্বার্থে/প্রয়োজনে সূত্র হিসেবে ব্যবহার করা যাবে। কোন বইয়ের ক্ষেত্রে কেউ উৎসাহিত বা প্রয়োজনবোধ করলে, নিজের করা আপলোডের লিংকটি দিতে পারবেন।

জ. একজন পাঠকের ২৪ ঘন্টায় দু’টির বেশি বইয়ের অনুরোধ অননুমোদিত। বইয়ের অনুরোধের আগে বইয়ের নাম ও লেখকের নাম সম্মিলিত করে গুগল,প্রিয় পুস্তক ডট কম এবং গ্রুপে খুঁজে পাওয়া না গেলে তবেই বই চাওয়ার অনুরোধমূলক পোস্ট করার অনুরোধ রইলো।

বইয়ের অনুরোধের ক্ষেত্রে সাধারণ কিছু নিয়মাবলী :

অবশ্যই বইয়ের নাম ও লেখকের নাম সুস্পষ্ট লিখতে হবে এবং প্রচ্ছদ থাকলে অবশ্যই যুক্ত করতে হবে।

বইয়ের নাম ও লেখকের নাম সম্পূর্ণ বাংলা বর্ণে অথবা English-এ লিখতে হবে। কোনোভাবেই ইংরেজি অক্ষরে বাংলা লেখা যাবে না।

সম্ভব হলে অনুরোধের বইটি সম্পর্কে বিস্তারিত (চার-পাঁচ লাইন) লিখুন। দুই-এক লাইনের পোস্টে সাধারণত সদস্যদের দৃষ্টিপাত হয় না; এতে সাহায্যকারী সদস্যও পোস্টটি এড়িয়ে যেতে পারেন। তাই বিস্তারিত লেখার চেষ্টা করুন।

বই আপলোডের ক্ষেত্রে কিছু বিষয়:

আবশ্যকীয় : বইয়ের নাম, লেখকের নাম, শ্রেণি এবং বইয়ের বিবরণ (নূন্যতম ১৫০ শব্দ)।

সম্ভব হলে : প্রচ্ছদ, প্রকাশকাল, প্রকাশনী

লিঙ্ক – Media Fire, Google Drive, Dropbox, Mega, Archive.org-এর লিংকগুলোকে প্রাধান্য দেওয়া হয়।

 

জ. বইয়ের অনুরোধমূলক পোস্টগুলো সম্পূর্ণ বাংলা বর্ণে, নয়তো রোমান হরফে (প্রচলিত অর্থে ইংরেজি অক্ষর) লিখুন। দুটোর সংমিশ্রণ গ্রুপে গ্রহণযোগ্য নয়। মিশ্র ভাষার লিখিতরূপ বইয়ের হাটে গ্রহণযোগ্য নয়। [যেমন: amake kew aktu robindra nather kobita diye help koben. হয় লিখতে হবে ‘আমাকে কী কেউ রবীন্দ্রনাথের কবিতা দিয়ে সাহায্য করবেন’, নয় ‘Please help me with give Some Poem of Rabindranath.’]
আরেকটি বিষয়- বইয়ের পোস্টে, বই সংক্রান্ত আলোচনা প্রাধান্য পাবে। সেক্ষেত্রে অপ্রাসঙ্গিক আলোচনা কিংবা মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ রইলো।

ঝ. অশ্লীল কিছু পোস্ট করার চেষ্টাকারী সতর্কবাণী ছাড়াই গ্রুপে নিষিদ্ধ হবে।

এই ছোট ছোট নিয়মগুলো এই প্লাটফর্মের পরিবেশ সুস্থ, সুন্দর আর গতিশীল রাখতে বহুভাবেই কার্যকরী।

আমাদের আন্তরিকতাই পারে এই প্লাটফর্মটিেক সুস্থ রাখতে।